বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১২

নিজেকে কিছু বলতে চাই।

কি হয়েছে তোমার ? এখনো তুমি তোমার লক্ষ নির্দিষ্ট করতে পারছো না। আগোছালো ভাগে শুধু সময় পার করে যাচ্ছ আর আফসুস করছো হায় আমার দ্বারা কিছু হচ্ছে না, কিছু করতে পারছি না। শুধু নিজেকে দোষ দিয়েই কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে, তুমি তোমার শক্তি, মেধা, ক্ষমতার কতটুকু ব্যবহার করেছো। এখনও যতটুকু সময় আছে কাজে লাগাচ্ছো না কেন। হতাশা ভুগলেতো শুধু তোমারেই ক্ষতি হচ্ছে না তুমি কি জানো এর কারনে তুমি তোমার দেশেরও কত বড় ক্ষতি করছো ? প্লিজ দৌড়াও এখনো যতটুকু সময় আছে দৌড়াও। যা ঘুমাবার ঘুমিয়েছ এখন শুধু জেগে থাকার সময়। যা আলসেমির করার করেছো এখন কঠোর পরিশ্রম করার সময়।এতো দিন যা করার করেছো এখন থেকে ভালো কিছু করার চেষ্টা করো। আমি জানি তুমি একটু চেষ্টা করলেই কিছু একটা করতে পারবে। তোমার দিকে শুধু তোমার পরিবার নয়, তোমার বন্ধু, পরিজন শুধু তাই নয় পুরো দেশ জাতি চেয়ে আছে। ‍তুমি তো দেখছো তোমার চোখের সামনে লোকগুলো কত কষ্ট করছে, কত জুলুম নির্যাতনে স্বীকার হচ্ছে, ওরা খুব অসহায় হয়ে তোমার দিকে চেয়ে আছে তুমি কখন ওদের ডাকবে। িএই বিপদ থেকে উদ্ধারের জন্য ওদের মুক্তির ডাক দিবে। অনেকতো ভোগ করছো, তারপরেও কি একটু তৃপ্ত হতে পেরেছো না পারোনি এবার একটু দেখ না ত্যাগ করে । ত্যাগের মাঝে আছে অনাবিল প্রশান্তি। তোমাকে সংসার ত্যাগ করতে বলা হয়নি, বলা হয়নি সবকিছু ছেড়ে সন্ন্যাসি হবার জন্য তোমাকে বলা হচ্ছে যতটুকু সময় আছে নিজেকে তৈরী করো, কঠোর পরিশ্রম করো। পড় পড় পড় শুধু তাই নয় তোমার জ্ঞানকে তোমার পরিচিত জনের মাঝে ছড়িয়ে দাও। তাদের হতাশাকে দুর করে দাও। মানুষকে ডাক কল্যানের পথে, সৃষ্টির পথে, শান্তির পথে আসুক না তাতে যত বাধা। ঐ বাধাটাই তো আনন্দের।বাধা না থাকলে তুমি বুঝবে কিভাবে যে তোমার কাজটি সঠিক পথে এগুচ্ছে কিনা। আশ্চার্য তুমি এতো কিছু বুঝছো তার পরেও কেন ঘুমাচ্ছ। বলো তার পরেও কেন ঘুমাচ্ছ। আজ থেকেই শুরু হয়ে যাক তোমার নিজের দুবর্লতার সাথে দুর্বলতা দুর করার সংগ্রাম। (চলবে)